ওমানে ৬৩৬ প্রবাসী শ্রমিক গ্রেফতার, আতঙ্ক

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৬৩৬ জন প্রবাসী শ্রমিককে গ্রেফতার করেছে ওমান। পাশাপাশি গত এক সপ্তাহে অন্তত ৪২৬ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার দেশটির জনশক্তি মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসী শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শ্রম আইন লঙ্ঘনকারীদের মধ্যে ৫০২ জন বাণিজ্যিক, ২৯ জন কৃষি খাতের কর্মী। এছাড়া বাকি ১০৫ জন গৃহকর্মী। তবে সবচেয়ে বেশি ৩৮০ জন প্রবাসী শ্রমিককে গ্রেফতার করা হয়েছে দেশটির রাজধানী মাসকট থেকে। অন্যদিকে, আ দাখিলিয়াহ শহর থেকে গ্রেফতার হয়েছেন ৬০ জন শ্রমিক।

একই সময়ে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩৮৬ জন শ্রমিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় দেশটিতে কর্মরত বিভিন্ন খাতের প্রবাসী শ্রমিক ও গৃহকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ওমানের ওই মন্ত্রণালয় বলছে, দেশটিতে আইন লঙ্ঘন করে কর্মরত প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সূত্র : টাইমস অব ওমান।