কক্সবাজারে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য: ‘সময়ের চেয়ে বিশাল তুমি‘
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ যাবতকালের সর্ববৃহৎ বালুর ভাস্কর্য ‘সময়ের চেয়ে বিশাল তুমি’ প্রতিপাদ্যে নির্মাণ করা হচ্ছে।
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ভাস্কর্য নির্মাণে সার্বিক সহযোগিতায় করছে “ব্রান্ডিং কক্সবাজার” নামে একটি সংগঠন।
আর এর নির্মাণ কাজ করছে কামরুল হাসান শিপনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১০ জন প্রাক্তন শিক্ষার্থীর একটি দল।
নির্মাণ কাজ এখন প্রায় শেষপর্যায়ে।
প্রায় ৬ ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রশস্ত ভাস্কর্যটি এ যাবতকালে বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় বালু ভাস্কর্য বলে জানিয়েছেন নির্মাতারা।
এ বিষয়ে জানতে চাইলে ভাস্কর্য নির্মাতা গ্রুপের টিম লিডার কামরুল হাসান (শিপন) বলেন, পৃথিবীর বৃহত্তম সুমদ্র সৈকত কক্সবাজার। সেই উদ্যোগে আমাদের বাংলাদেশের মানুষের কাছে পৃথিবীর বৃহত্তর নেতা বঙ্গবন্ধু। বৃহত্তর জায়গায় বৃহত্তর মানুষটিকে সারা পৃথিবীর মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমাদের বালু ভাস্কর্য নির্মাণ। যেহেতু সমুদ্র সৈকত। তাই সৈকতের উপপাদ্য দিয়েই আমরা বালু ভাস্কর্য নির্মাণ উদ্যোগ নিয়েছি। এটি নির্মাণে সময় লেগেছে প্রায় এক সপ্তাহ।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এ সৈকতে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য নির্মাণ করে বঙ্গবন্ধুর চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এটি সবচেয়ে বড় প্রতিবাদ। বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে। একই ধরনের ভাস্কর্য আরও হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, কক্সবাজার জেলা প্রশাসন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ব্যতিক্রমী আয়োজন করছে। ‘সময়ের চেয়ে বিশাল তুমি’ প্রতিপাদ্য নিয়ে আগামী বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে বেলা ১১টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ বালু ভাস্কর্য উদ্বোধন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন