কবির জাত || আবদুল হাই ইদ্রিছী
কবির জাত
-আবদুল হাই ইদ্রিছী
প্রথম যে দিন তোমার সাথে
হলো পরিচয়,
মোবাইল ফোনে বলতে কথা
লাগলো ভীষণ ভয়।
কথা বলে মনটা ভরে
দূর হয়ে যায় ভীতি,
ভালোবাসায় কাছে টেনে
দিলে কত প্রীতি।
লেখার ভেতর দেখা তোমার
মনের ভেতর আলো,
তোমার লেখায় দূর হয়ে যাক
এ সমাজের কালো।
কাব্য ছড়ায় নয় তো শুধু
শক্ত তোমার হাত,
সব শাখাতে জয় করেছো
তুমি কবির জাত।
হক বাতিলের যুদ্ধে তোমার
আসবে বিজয় ঠিক,
যতই আসুক কালো বিড়াল
ধেয়ে চারিদিক।
তোমার ভালোবাসায় ভরা
আমার মনের ঘর,
ভালো থেক প্রিয় কবি
সায়ীদ আবুবকর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন