কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

আবদুল হাই ইদ্রিছী : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর সার্জন বাড়িতে ডা. শফিক উদ্দিন আহমেদ এর আয়োজনে এবং নিঃস্ব সহায়ক সংস্থার (এনএসএস) এর ব্যবস্থাপনায় ও বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের সহযোগিতায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ইউরোফার্মা লিমিটেডের সিনিয়র এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (অবঃ) উপ-পরিচালক ডা. শফিক উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জজ কোর্টের সাবেক জিপি এডভোকেট মহিউদ্দিন মানিক, মেটস মৌলভীবাজারের উপাধ্যক্ষ ডা. পদ্ম মোহন সিনহা, নিঃস্ব সহায়ক সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরাম এর যুগ্ম সম্পাদক ও মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ।

বক্তব্য রাখেন ডা. আসিক উদ্দিন আহমেদ, ডা. বুরহান উদ্দিন আহমেদ স্বপন প্রমুখ। চক্ষু শিবিরে প্রায় দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান হয়।