করোনার সত্ত্বেও ১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবার

এবার মহামারী করোনাভাইরাস তাণ্ডবের মধ্যেই ষোল কোটির বেশি ভোটার ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, গত একশ বিশ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

ইউএস ইলেকশন প্রজেক্ট বলছে, এবারে ভোটের হার ৬৬.৯ শতাংশ- যা ১৯০০ সালের পর থেকে সর্বোচ্চ।
সেই বছর রিপাবলিকান প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী উইলিয়াম জেনিংস ব্রায়ানকে হারিয়েছিলেন যাতে ভোটের হার ছিলো ৭৩ দশমিক ৭ শতাংশ। তবে এবারের মতো নয়, বরং পরিষ্কার ফল এসেছিলো সেবার।

“২০২০ সালের নির্বাচনই ১২০ বছরের মধ্যে বেশি ভোট পড়েছে,” টুইটে লিখেছেন ইউএস ইলেকশন প্রজেক্ট-এর প্রতিষ্ঠাতা প্রফেসর মাইকেল ম্যাকডোনাল্ড। “এখনো যথেষ্ট সংখ্যক ব্যালট গণনার অপেক্ষায় আছে। আমি আগামী সপ্তাহগুলোতে আমরা এসব তথ্য পরিমার্জন করবো”।

এ বছর নির্বাচন পর্যবেক্ষকরা বড় ভোটদান দেখেছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে।

প্রায় দশ কোটিরও বেশি মানুষ করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগাম ভোট দিয়েছেন।

সূত্র : বিবিসি বাংলা।