করোনা ঈদ আনন্দকে ম্লান করে দিয়েছে : এনডিপি

মহামারি করোনা বিশ্বের সকল মানুষের ঈদ আনন্দকে ম্লান করে দিয়েছে মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই সমাজের সকল শ্রেনীর মানুষকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। বিত্তবানদের এগিয়ে আসছে হবে সমাজের সাধারন মানুষের পাশে।

মঙ্গলবার (১১ মে) গণমাধ্যমে প্রেরিত ঈদ-উল-ফিতর উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, করোনা কালে আরেকটি ঈদ পালন করছেন বাংলাদেশের মানুষ৷ স্বাস্থ্য সংকট আর অর্থনৈতিক দুরবস্থায় এবার ঈদের চিত্র ভিন্ন। তারপরও মানুষ তার সাধ্যমত ঈদ উদযাপন করবে। অন্যদিকে সরকারের ভ্রান্তনীতির কারণে গ্রামমুখি মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকারের লকডাউল আসলে দেশের সাধারন মানুষের বিপক্ষে।

নেতৃদ্বয় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, একমাস রমজানের রোজা পালনের মধ্যদিয়ে যে শিক্ষা অর্জন করেছি তা যদি সমাজ-রাষ্ট্র তথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলেই কল্যাণ।

তারা পবিত্র-ঈদ-উল ফিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দেশ-সমাজ ও রাষ্ট্রে ঐক্য, উন্নতি, প্রগতি ও করোনা থেকে মুক্তির লক্ষে প্রার্থনা জানান।