করোনা সংক্রমণ ঠেকাতে কুড়িগ্রামে পুলিশের মাস্ক বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/101.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সারাদেশে করোনা সংক্রমন আশংকাজনকহারে বেড়ে গেছে। এ কারণে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে কুড়িগ্রামে পুলিশের উদ্যোগে বাজার ও মোড়ে মোড়ে সচেতনামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রামের জিয়া বাজার, পৌরবাজার সহ মোড়ে মোড়ে করোনা সংক্রমন প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে কুড়িগ্রাম পুলিশের পক্ষ থেকে এ প্রচারণা কার্যক্রম ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ রুহুল আমিন, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর থানা খাঁন মোঃ শাহরিয়ার সহ পুলিশ বিভাগের কর্মকর্তারা।
তারা জনসাধারণ কে মাস্ক পরিধান ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্র্শ দেন। সেই সঙ্গে আগামীতে মাস্ক না পড়লে জরিমানা করা হবে বলে সকলকে সতর্ক করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন