করোনা সংক্রমণ ঠেকাতে কুড়িগ্রামে পুলিশের মাস্ক বিতরণ

সারাদেশে করোনা সংক্রমন আশংকাজনকহারে বেড়ে গেছে। এ কারণে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে কুড়িগ্রামে পুলিশের উদ্যোগে বাজার ও মোড়ে মোড়ে সচেতনামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রামের জিয়া বাজার, পৌরবাজার সহ মোড়ে মোড়ে করোনা সংক্রমন প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে কুড়িগ্রাম পুলিশের পক্ষ থেকে এ প্রচারণা কার্যক্রম ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ রুহুল আমিন, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর থানা খাঁন মোঃ শাহরিয়ার সহ পুলিশ বিভাগের কর্মকর্তারা।

তারা জনসাধারণ কে মাস্ক পরিধান ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্র্শ দেন। সেই সঙ্গে আগামীতে মাস্ক না পড়লে জরিমানা করা হবে বলে সকলকে সতর্ক করা হয়।