কলাপাড়ায় প্রযুক্তির সাহায্যে সমলয় চাষাবাদের ধান কর্তন শুরু
পটুয়াখালীর কলাপাড়ায় এই প্রথম বারের মত আধুনিক কম্বাইন্ড হার্ভেষ্টার (আধুনিক যন্ত্র) দিয়ে কৃষকের ক্ষেতের পাকা বোরো ধান কাটা শুরু হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাসুয়াখালী গ্রামে প্রযুক্তির সাহায্যে কৃষকের জমির ধান কর্তন শুরু হয়। মুজিব শতবর্ষে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদ বøক প্রদর্শনী ফসলের শস্য কর্তনের উদ্বোধন করেন পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক একে এম মহিউদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক জাকির হোসেন, জেলা প্রশিক্ষন কর্মকর্তা খাইরুল ইসলাম মল্লিক। এছাড়া সমলয় চাষাবাসে সংযুক্ত স্থানীয় কৃষকসহ গন্যমান্য ব্যক্তি বর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ওই এলাকায় সমলয় চাষাবাদের মাধ্যমে কৃষকের বোরো আবাদে বাম্বার ফলোন হয়েছে। প্রায় ছয় হাজার কৃষক তিন হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো চাষ করেছে। আর কৃষকদের ধান কাটার জন্য পাঁচটি মেশিন বরাদ্দ পেয়েছি।
কম্বাইন্ড হার্ভেষ্টার’র সাহায্যে ঘন্টায় প্রায় এক একর জমির ধান কাটা ও একই সাথে মাড়াই কাজ সম্পন্ন করা যায় বলে জানা তিনি। এতে কৃষকের উৎপাদন খরচ ও সময় দুটোই সাশ্রয় হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন