কলারোয়া এসিল্যান্ড অফিসে রহস্যজনক চুরি, খোয়া যায়নি কিছুই
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা এসিল্যান্ড (ভূমি) অফিসে রহস্যজনক চুরির ঘটনা ঘটছে, তবে এতে খোয়া যায়নি কিছুই। বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে ওই চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওই কার্যালয়ের নতুন ভবনের পিছন দিক থেকে জানালার দুইটি রড কাটা। চোর বা চোরের দল সেখান দিয়ে হয়তো ভিতরে প্রবেশ করে। কেটে ফেলেছে জানালা ও রডের দরজা। কার্যালয়ের ফাইল কেবিনেট সংরক্ষিত কাগজপত্র সব ঠিক আছে।
এ বিষয়ে অফিসের প্রধান অফিস সহকারী জানান, চোর অফিসের প্রতিটি আলমারি খুলেছে। কিন্তু দেখছি কিছুই নিয়ে যায়নি। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মত সকালে কার্যালয়ে এসে জানতে পারি- চোর জানালার রড কেটে ভিতরে ঢুকেছে। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। পুলিশ এসে তদন্ত করে।
জানা গেছে, অফিসে মহসিন নামে এক ব্যক্তি রাতে নাইট গার্ডের দায়িত্বে আছেন। কিন্তু এ বিষয়ে সে কিছুই বলতে পারেননি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনায় জিডি পেয়েছি। বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। চোর ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
উল্লেখ্য, গত কয়েক মাসে উপজেলায় বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন