কলারোয়ার কেঁড়াগাছিতে ১৬ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন সম্পন্ন
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৬ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন বুধবার সকালে সম্পন্ন হয়েছে। গত ১৯ নভেম্বর রোববার থেকে শুরু হওয়া এই হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও ভক্তবৃন্দ জমায়েত হন। সহ¯্রাধিক ভক্তবৃন্দের সুশৃঙ্খল পদচারণায় মুখরিত ছিলো কলারোয়ার সীমান্ত্বর্তী কেঁড়াগাছি শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম চত্বর। পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি’র সদস্যরা গত ৩ দিন ধরে দিন-রাতের ব্যবধান ভুলে নিরাপত্তা বিধানে অনুষ্ঠানস্থল মোতায়েন ছিলো। দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল ভক্তবৃন্দ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র জানান। মঙ্গলবার সন্ধ্যায় হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় তিনি গোটা অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন ও আগত ভক্ত-পুন্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ রায়, মাস্টার প্রদীপ কুমার পাল, মাস্টার রঞ্জন ঘোষ, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন