কলারোয়ায় এইচএসসিতে শীর্ষে সোনার বাংলা ডিগ্রী কলেজ
সাতক্ষীরা : কলারোয়ার সোনাবাড়ীয়া সোনার বাংলা ডিগ্রী কলেজ এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির এ বছর পাশের হার ৬৫.৩৫%। ১৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৮৩ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২জন শিক্ষার্থী।
এদিকে এবার উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় শতকরা পাশের হার ৪৮.২৪%। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। উপজেলার ১১টি কলেজ, ১টি টেকনিক্যাল কলেজ ও ৪টি মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেয়া ২০৪০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৯৮৪জন শিক্ষার্থী।
উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে দেখা গেছে- বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থী ৭৫, পাস ৪৪, পাশের হার ৫৮.৬৬%, জিপিএ৫- ২জন। কলারোয়া সরকারি কলেজে মোট পরীক্ষার্থী ৬৩৩, পাস ৩০১, ফেল ৩৩২, জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার ৪৭.৫৫%। শেখ আমানুল্লাহ কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ২৯৫ জন, পাস-১১৮, ফেল ১৭৭, পাশের হার ৪০%, জিপিএ৫- ৪জন। বঙ্গবন্ধু মহিলা কলেজে মোট-৮২জন, পাস ১৯, ফেল ৬৩, পাশের হার ২৩.১৭%। কাজিরহাট কলেজে মোট-১৪৭, পাস ৭৬, ফেল ৭১, পাশের হার ৫১.৭০, জিপিএ৫- ১জন। চন্দনপুর কলেজে মোট ১১৩, পাস ৫২, ফেল ৬১, হার ৪৬.০১%, জিপিএ৫- ১জন। খালেদা জিয়া কলেজে মোট ২৪০, পাস-১৪০, ফেল ১০০, হার ৫৮.৩৩%, হাজি নাসিরউদ্দীন কলেজে মোট ১৫৩, পাস ৪৭, ফেল ১০৬, হার ৩০.৭১%, জিপিএ৫- ২জন। হাবিব কলেজে মোট ৮ জন, পাস ৫ জন, ফেল ৩ জন, হার ৬২.৫%। শেখ মুজিবর রহমান কলেজে মোট ১৪ জন, পাস ৫জন, ফেল ৯জন, হার ৩৫.৭১%। হেলতলা টেকনিক্যাল কলেজে মোট ৩৪, পাশ করেছে ২৮, ফেল ৬, জিপিএ৫- ৪। হামিদপুর মাদারাসা থেকে ১৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯জন। কলারোয়া আলিয়া মাদরাসা থেকে ৪১জনের মধ্যে ৩১জন পাশ করেছে। কাকডাঙ্গা মাদরাসা থেকে ২৩জন পরীক্ষার্থীর মধ্যে ১২জন পাশ করেছে। জিপিএ৫- ১জন। এবং বুঝতলা মাদারাসা থেকে ৩৩জনের মধ্যে ১৫জন উত্তীর্ণ হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন