কলারোয়ায় হরিদাস ঠাকুর জন্মভিটা আঙ্গিনায় বাদামের চাষ
মিলন দত্ত : কলারোয়ার কেঁড়াগাছিতে শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের আঙ্গিনায় বাদামের চাষ করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন জাতের ফল, ফুল ও চীনা বাদামের বীজ রোপন করা হয় আশ্রম আঙ্গিনায়। সেই বীজ থেকে ইতোমধ্যে গাছও হয়েছে। বাহারি গাছের আচ্ছাদনে আশ্রম প্রাঙ্গন যেনো আরো বিমোহিত হয়ে উঠেছে।
আশ্রমের পুজারী অনন্ত ঘোষ জানান- ‘কিছুদিন আগে এখানে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রায় বিশ্বের ৫৫টি দেশ থেকে ভক্ত সমাগম হয়। তাদের মধ্যে কয়েকজন ভক্ত কিছু বিভিন্ন জাতের ফল, ফুল ও চীনা বাদামের বীজ দিয়ে যান হরিদাস ঠাকুর আশ্রমে রোপণ করার জন্য। বাদামের বীজ রোপন করা গেলেও আবহাওয়া অনুকূলে না থাকার কারণে অন্য বীজ রোপন করা যায়নি। আশ্রম পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য চীনা বাদামের বীজ রোপন করেন।’
তিনি আরো জানান- ‘রোপনকৃত বাদামের বীজ থেকে গাছ গজিয়েছে। শুধু তাই নয়, মন্দির আঙ্গিনায় বাদাম গাছের সবুজ রংঙের গালিচায় ঢেকে গেছে মন্দিরের চারপাশ। বাদাম গাছের মাঝে মাঝে কিছু ভিন্ন জাতের ফুল গাছও আছে। সব মিলিয়ে সেখানকার পরিবেশ হৃদয়স্পর্ষ করে যায়।’
সরেজমিনে গিয়ে দেখা যায়- বাদাম গাছের ধরণ বেশ ভালো হয়েছে। আশা করা যাচ্ছে ফলনও ভাল হবে।
আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র ও সাধারণ সম্পাদক সন্দ্বীপ কুমার জানান- ‘হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে অসাম্প্রদায়িক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। সকলের সহযোগিতায় আশ্রমের সার্বিক পরিবেশ আরো সুন্দর করে গড়ে তোলা হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন