কাজল কৃষ্ণ দের কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কাজল কৃষ্ণ দের কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে মাদারীপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত (৩০ শে জুলাই) স্বেচ্ছাসেবক লীগের একটি সমাবেশে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মাদারীপুরে সমালোচনার ঝড় বইছে সেই যের ধরে আজ পহেলা আগস্ট মানববন্ধন ওপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মারুফ হোসেন ,
জেলা যুবলীগের সহ-সভাপতি আক্তার হাওলাদার,
বাংলাদেশ যুবমহিলা কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী মাতুব্বর, মৎজীাবি লীগের জেলার আহবায়ক শামীম আকন্দ, মাদারীপুর জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক মিরাজ মোল্লা, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রাকিব শেখ ও সাধারণ সম্পাদক শুভ মাতুব্বর এবং মাদারীপুর জেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তুহিন দর্জি সভাপতিত্বে সঞ্চালনা করেন শিমুল সরদার ও শাওন মাতুব্বর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।