কাতারগামী মিশরের সব ফ্লাইট বন্ধ

মঙ্গলবার থেকে মিশরের কোন বিমান কাতারে যাতায়াত করবে না বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। জঙ্গিবাদ সমর্থন করে উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল করার অভিযোগে ৫টি দেশের সঙ্গে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের করার পর মিশরের সিভিল এভিয়েশন এই আদেশ জারি করে।

বুধবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে কাতারগামী তাদের সব ফ্লাইট বন্ধ থাকবে বলে মিশরের বিমান চলাচল মন্ত্রী জানিয়েছেন।

এই আদেশের ফলে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে সংকট দেখা দেয়। দোয়ায় উড্ডয়নের আগে একটি ফ্লাইটকে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয় বলে ফক্সনিউজ জানিয়েছে।

জঙ্গিবাদ সমর্থন করে উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল করার অভিযোগে ৬টি আরব রাষ্ট্র সৌদি আরব, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইয়েমেন এবং লিবিয়া কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।