কাতার-সৌদি সংকটে আলোচনা চায় রাশিয়া
সৌদি আরবসহ প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে চলমান টানাপড়েনের মধ্যে রাশিয়া সফরে গেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি। মস্কো পৌঁছে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে করেছেন।
বৈঠকে ল্যাভরভ বলেছেন, সংলাপের মাধ্যমে কাতার ও আরব দেশগুলোর চলমান অচলাবস্থা ও মতপার্থক্যের অবসান ঘটাতে হবে। তিনি আরো বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার টেবিলে বসে সমস্ত দ্বন্দ্ব নিরসনের জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি আরব দেশের সম্পর্ক ছিন্ন করার ঘটনায় ল্যাভরভ দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যকার ঐক্য রাশিয়ার স্বার্থই রক্ষা করে। আমরা আমাদের নীতি অনুসারে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হম্তক্ষেপ করি না কিন্তু বন্ধুদের মধ্যকার দ্বন্দ্ব আমাদেরকে খুশি করে না।
বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশও সংলাপে বসতে আগ্রহী এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ হতে পার তার সবচেয়ে বড় মাধ্যম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন