কাতালানে স্বাধীনতার গণভোট : পণ্ড করতে মাঠে নেমেছে পুলিশ

কেন্দ্রীয় সরকারের বিরোধিতার মুখেও স্পেন থেকে স্বাধীনতার দাবিতে গণভোটের আয়োজন করেছে দেশটির কাতালান অঞ্চলের স্থানীয় সরকার। স্থানীয় সময় আজ রোববার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিবিসির খবরে বলা হয়, কাতালানের স্বাধীনতার গণভোটের পক্ষে বিপক্ষে মাঠে নামতে দেখা গেছে স্পেনের বাসিন্দাদের। কেন্দ্রীয় সরকার ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কা করছেন কাতালানবাসীরা। এ কারণে কেন্দ্রগুলো খোলা রাখতে সেগুলো দখলে নিচ্ছেন স্বাধীনতার পক্ষের লোকজন। এর আগে ভোটের বিপক্ষে শনিবার অনেককেই বার্সেলোনায় সমাবেশ করতে দেখা যায়।

রোববার ভোটেকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে দুই হাজার ৩১৫টি স্কুল। এর মধ্যে এক হাজার ৩০০টি স্কুল দখলে নিয়েছে পুলিশ। ১৬৩টি স্কুল স্বাধীনতার পক্ষের লোকজনের দখলে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্বাধীনতার গণভোট পণ্ড করতে মাঠে নেমেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। এই গণভোটকে অবৈধ বলেও ঘোষণা দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে ভোট বন্ধ করতে কাতালানে পুলিশ পাঠিয়েছে মাদ্রিদের স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে কাতালানের পুলিশকেও আহ্বান জানানো হয়েছে। স্পেনের কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে রয়টার্স জানায়, কাতালানদের গণভোট থেকে বিরত রাখতে ব্যবস্থা নেবে পুলিশ। তবে কোনো প্রকার সহিংসতায় না জড়াতে কাতালান পুলিশকে নির্দেশ দিয়েছেন কাতালানের আঞ্চলিক পুলিশ প্রধান।

এদিকে যেকোনো উপায়ে ভোট চালিয়ে যেতে শুক্রবার থেকেই ভোটকেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছেন কাতালানবাসী। তাদের অনেকেই রয়টার্সকে জানায়, রোববারের ভোট সংশ্লিষ্টতা ছাড়া, যেকোনো কাজেই তারা সেখানে অবস্থান করতে পারে বলে জানিয়েছে পুলিশ।

তবে পুলিশ জানিয়েছে, কোনো ভোট অনুষ্ঠিত হবে না। ভোটের সমর্থনে কেন্দ্রে অবস্থানকারীদের বের করে দেওয়া হবে।

স্পেনের উত্তর-পুর্বাঞ্চলে অবস্থিত কাতালান বেশ সম্পদশালী অঞ্চল। প্রায় ৭৫ লাখ বাসিন্দার এই অঞ্চলের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। অঞ্চলটি শক্তিশালী স্বায়ত্ত্বশাসিত সরকার নিয়ন্ত্রিত। বিগত পাঁচ বছর ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আসছে কাতালানবাসী।