কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি, নিহত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবারও আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরে অবস্থান করছেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের আন্তরিক চিন্তাভাবনা সেই সাত আফগান নাগরিকের পরিবারকে নিয়ে, যারা দুঃখজনকভাবে কাবুলে ভিড়ের মধ্যে মারা গেছেন।’ খবর এএফপির।

তালেবানরা আফগানিস্তানের দখল নেয়ার পর বিপুল সংখ্যক লোককে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

ওই কর্মকর্তা বলেন, ‘সেখানকার পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং রয়ে গেছে। আমরা যতটা সম্ভব নিরাপদে লোকদের সরিয়ে আনার চেষ্টা করছি। পরিস্থিতি ম্যানেজ করতে যা যা করতে পারি তা করছি।’

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস রবিবার যুক্তরাজ্যের সংবাদপত্র মেইলকে বলেছিলেন যে, ৩১ আগস্টের মার্কিন সময়সীমার আগে কোনো দেশ সবাইকে বের করে আনতে পারবে না।

তিনি বলেন, ‘সম্ভবত আমেরিকানদের আরও বেশি দিন থাকার অনুমতি দেওয়া হবে এবং তারা আমাদের পূর্ণ সমর্থন পাবে।’