কারণ ছাড়াই বাড়ছে জেনারেশন নেক্সটের শেয়ার দর
পুঁজিবাজারে বস্ত্রখাতের তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। একারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে কোম্পানিটিকে নোটিশ দেয়।
নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে শেয়ার দর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটিকে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, কোনোরকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।
গত ৮ সেপ্টেম্বর জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ারের দর ছিল ৪.২০ টাকা। এরপর অধিকাংশ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে সর্বোচ্চ ৫.৭০ টাকায় বেচাকেনা হয়েছে। বিষয়টিকে অস্বাভাবিক মনে করে ডিএসইর পক্ষ থেকে কোম্পানি কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন