কারাগারে ধর্ষণের অভিযোগ, বেশি ভয় কিশোরীদের নিয়ে!
কারাগার থেকে মুক্তির পর একের পর এক নারী শারীরিকভাবে নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ করছেন। তারা সবাই বলছেন, সরকারি বাহিনীর সদস্যরা দিনের পর দিন কারাগারের মধ্যেই তাদের ধর্ষণ করেছেন।
তবে সিরিয়ার সরকারের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হচ্ছে। অন্যদিকে ছয় মাস কারাবন্দির পর মুক্তি পাওয়া এক নারী জানান, কারাগারে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। সেখানে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করা হয়েছে। এমনকি তার বড় বোনকে ধর্ষণেরও অভিযোগ করেছেন ওই নারী।
তবে অল্পবয়সী কিশোরীদের ধর্ষণের ঘটনা বেশি ঘটে। তাদের জন্য এগিয়ে আসার কেউই নেই। এখনো চারশ ১৭ জন কিশোরী সিরিয়ার কারাগারে বন্দি আছেন। তাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন সে দেশের নারীরা।
এছাড়া আরো ছয় হাজার সাতশ নারী সে দেশের কারাগারে বন্দি আছেন। তাদের সঙ্গেও ঘটছে জঘন্য ঘটনা।
কারামুক্তির পর নারীরা বলছেন, কারাগারের মধ্যে তাদের ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শক দেওয়া হয়। বাধ্য হয়ে তারা নিশ্চুপ থাকেন। এভাবেই কারাগারের অভ্যন্তরে প্রতিদিন তারা গুমরে গুমরে কাঁদতে থাকেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন