স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের

কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরার কালিগঞ্জে যুব স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুকি-হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের হলরুমে ২০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ অংশীদারিত্বে ৮ লাখ ৬৫ হাজার ১শ’ ১৬ জন প্রত্যক্ষ উপকারভোগীদের উদ্দেশ্য করে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা, সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় এ প্রশিক্ষণ বাস্তবায়িত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়নের সিভিএ লিডার কাজী একরাম উল্লাহ ফারুকী, ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমূখ।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নবযাত্রা প্রকল্পের এএসএস ও রুমানা হক।