স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের
কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণ
সাতক্ষীরার কালিগঞ্জে যুব স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুকি-হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের হলরুমে ২০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ অংশীদারিত্বে ৮ লাখ ৬৫ হাজার ১শ’ ১৬ জন প্রত্যক্ষ উপকারভোগীদের উদ্দেশ্য করে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা, সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় এ প্রশিক্ষণ বাস্তবায়িত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়নের সিভিএ লিডার কাজী একরাম উল্লাহ ফারুকী, ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমূখ।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নবযাত্রা প্রকল্পের এএসএস ও রুমানা হক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন