কাশলেই বাঁশির শব্দ, শিশুর চিকিৎসার পর ফাঁস হল রহস্য! (ভিডিও)

ছোট একটি শিশুটি কাশছে। আর কাশলেই শব্দ হচ্ছে অবিকল বাঁশির মতো। অসম্ভব কষ্ট পাচ্ছিল সেই শিশুটি। তার রোগ নির্ণয়ে নাজেহাল হয়ে পড়েন চিকিৎসকরা। শেষ পর্যন্ত আবিষ্কৃত হল চমকপ্রদ সত্যি। শিশুটির গলায় আটকে গিয়েছিল একটি ছোট্ট বাঁশি। আর তা থেকেই বিপত্তি।

ঘটনাটি ভারতের নয়াদিল্লির। আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত ওয়েবসাইট ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’-এ প্রকাশিত হয়েছে এমনই এক ঘটনার কথা। ৪ বছরের ছোট্ট ছেলেটি নয়াদিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এ আসে অসম্ভব কাশির সমস্যা নিয়ে। অথচ তার নাকি আগে এমন কোনও সমস্যা ছিল না। চিকিৎসকেরা অবাক হয়ে যাচ্ছিলেন তার এমন অবস্থা দেখে।

তবে ছেলেটির সঙ্গে কথা বলতে গিয়ে জানা যায়, সে একটি হুইসল নিয়ে খেলছিল। তারপরেই এই কাশি শুরু। সন্দেহ গাঢ় হয় চিকিৎসকদের। তারা এক্স রে করে বুঝতে পারেন সমস্যাটা কী। দেখা যায়, শিশুটির গলায় বিঁধে গিয়েছে সেই খেলনা হুইসল। অবশেষে উদ্ধার হয় সেই হুইসল। স্বস্তি পেয়েছে সেই ছেলেটি। সেই সঙ্গে স্বস্তি পেয়েছেন চিকিৎসক ও ছেলেটির বাড়ির সদস্যরাও।