কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ রেলওয়ে ষ্টশনে থামেনা গাড়ি,আসেনা যাত্রী
কিশোরগঞ্জের ভৈরব কালিকাপ্রসাদ রেলস্টেশনে একটা সময় জনসমাগম ছিল। সকাল হতেই প্ল্যাটফর্মে ভিড় করতেন যাত্রীরা। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, ময়মনসিংহ রুটে ঈশা খাঁ, চিটাগাং মেইল, ৩৮ ডাউন সহ চারটি ট্রেন চলাচল করতো। এসব ট্রেনে চড়ে প্রতিদিনই এ অঞ্চলের কয়েক হাজার যাত্রী গন্তব্যে যেতেন। কিন্তু আট বছর আগে কার্যক্রম বন্ধ হওয়ায় সেই যৌবন হারিয়েছে স্টেশনটি।
অনুসন্ধানে জানা যায়, কালিকাপ্রসাদ স্টেশনে একসময় ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিল কিন্তু কার্যক্রম বন্ধের কারণে এখন আর কেউ থাকেন না। আট বছর আগে এ স্টেশনের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন শরিফুল ইসলাম। ২০১৪ সালের সেপ্টেম্বরে কর্মজীবন থেকে তিনি অবসরে যাওয়ার পর থেকেই এ স্টেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে আছে। সেখানে থামে না কোনো ট্রেন। আসেন না যাত্রীরা। স্টেশন মাস্টারসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের রুমেও ঝুলছে তালা। ফলে চুরি হচ্ছে স্টেশনের সরঞ্জাম ও যন্ত্রপাতি।
যদিও পরবর্তীতে কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনে মঈনুল ইসলাম নামের একজন মাস্টার হিসেবে নিয়োগ পেয়ে কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু যোগদানের কিছু দিন পরই কার্যক্রম বন্ধ থাকায় তাকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বদলি করা হয়। এরপর থেকেই স্টেশনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মী ফজলুর রহমান।
তিনি জানান, ২০১৫ সালের ২০ জানুয়ারিতে অবসরে যান তিনি। অবসর সময় কাটাতে নিজ কর্মস্থল ত্যাগ না করে স্টেশনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিজেকে নিয়োজিত রেখেছেন। থাকেন স্টেশনের পাশের একটি মসজিদে আর খাবারের ব্যবস্থা করেন কর্মজীবনের স্থানীয় এক সহকর্মী। তবে স্টেশনটি বন্ধ থাকার কারণে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। কয়েক দিন আগে স্টেশনে থাকা কয়েকটি ট্রলির চাকা চুরি হয়ে গেছে।
জেড রহমান প্রিমিয়াম ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জিহাদ রহমান হামিম বলেন, ‘ছোটবেলায় আব্বু আম্মুর সঙ্গে এ স্টেশন থেকে প্রায়ই চট্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ গিয়েছি কিন্তু বড় হওয়ার পর এ স্টেশনে কোনো ট্রেন না থামায় কোথাও যাওয়া হয়নি। তবে মাঝে মধ্যে এ স্টেশনে একটি লোকাল ট্রেন থামে। সেটি দিনের বেলায় তাদের ইচ্ছে হলে থামে। তবে স্টেশন থেকে এ ট্রেনের জন্য টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই।’
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ভৈরব অফিসের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সিগনাল) সোলাইমান মিয়া বলেন, কালিকাপ্রসাদ রেলস্টেশনটির কার্যক্রম কয়েক বছর আগে কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে। কারণ এই স্টেশন থেকে টিকিট বিক্রির টাকায় কর্মচারীর বেতনও উঠতো না।
শুধু কালিকাপ্রসাদ নয় নরসিংদীর রায়পুরার শ্রীনিধি ও কিশোরগঞ্জ যশোদলপুর রেলস্টেশনও কর্তৃপক্ষ অনেক আগেই বন্ধ করে দিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন