কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার ১৪৯ নম্বর হিজলীয়া দক্ষিণপাড়া আবদুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মার্চ) বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান গোলাপের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, হাজী জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল, প্রভাষক মাহবুবুল হুদা সোহেল প্রমুখ।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন