কিশোররা কেন বিপদগামী হচ্ছে
শাহাদাত হোসাইন স্বাধীন : স্কুল কলেজ পড়ুয়া কিশোরদের দলে টেনে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে কিছু কথিত বড় ভাইরা । শুধু কি রাজনীতি ! মাদক সেবন, মাদক ব্যবসা, জমি দখল এমনকি খুনের ঘটনায় জড়িয়ে পড়ছে এই কিশোররা। যার সর্বশেষ বলি চট্টগ্রামের কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র আদনান ইসপার। এসব কিশোর গ্যাং জনমনে আতংক ছড়াচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মতে,শহরে এই ধরনের প্রায় শতাধিক গ্যাং রয়েছে। শুধু কি চট্টগ্রাম ? সারা দেশে নিয়ন্ত্রণহীন এই কিশোর অপরাধ।
ময়মনসিংহ শহরে ২০১৬ সালে সহপাঠীদের হাতে প্রাণ হারায় চার কিশোর মুকতাসিম বিল্লাহ,তৌহিদুল ইসলাম তরু,লিয়ন,তন্ময়। পরের বছর ঢাকায় কিশোর আদনান নিহত হয় গ্যাং কালচারের দলাদলিতে। সে রেশ কাটতে না কাটতে এ বছরের ১৬ জানুয়ারী বলি হয় আরেক আদনান। মহসিন কলেজ মাঠে খেলায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড বলছে কোতায়ালী থানা পুলিশ। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৫ জন আসামী কে গ্রেতার করে যাদের প্রায় প্রত্যেকের বয়স ১৮ এর নিচে।
কেন দিন দিন এই কিশোর অপরাধ বেড়ে চলছে। বিশেষজ্ঞ এজন্য পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে দায়ী করছেন।পরিবার কাঠামোর দ্রæত পরিবর্তন, শহর ও বস্তির ঝুঁকিপূর্ণ পরিবেশ এবং সমাজজীবনে বিরাজমান নৈরাজ্য ও হতাশা কিশোর অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। অপসংস্কৃতির বাঁধ ভাঙা জোয়ার এজন্য অনেকাংশে দায়ী । একুশ শতকের প্রযুক্তির ছোয়াঁয় আমাদের পারিবারিক কাঠামো ভেঙ্গে গেছে। ছোট পরিবার থেকে অনু পরিবারে প্রবেশ করছি আমরা । বাবা থাকেন ব্যবসা নিয়ে মা থাকেন চাকরি নিয়ে। টাকা পিছনে ছুটতে গিয়ে আমরো নিজেদের ছেলে মেয়েদের পর্যাপ্ত সময় দিচ্ছি না । পারিবারিক কাঠামোগুলো এমন হয়ে দাড়িঁয়েছে যে ছেলে মেয়েরা বন্ধু হিসেবে,সঙ্গী হিসেবে বাবা-মা,দাদা-দাদী বা কাজিনদের ও পাশে পায় না । তাই তাদের একাকিত্ব ডাকতে বিপদজনক লোকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে।
তাই কিশোরদের সুশ্ঠ সুন্দও ও সামাজিক বিকাশ নিশ্চিত করতে বাবা-মাকে সন্তানেদের বেশী বেশী সময় দিতে হবে।
পাশাপাশি পরিবার থেকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে। সন্তানদের চারপাশটাকে তাদের অনুকুল করে গড়ে তুলতে হবে।
একজন মানুষ একা একা বড় হতে পারে না । রবীন্দ্রনাথ বলেছিলেন ১৩/১৪ বছরের মত বালাই আর নেই। পরিবারের উচিত হবে সবাই মিলে ভাল জায়গা ঘুরতে নিয়ে যাওয়া,ভাল বই পড়া,ভাল মুভি দেখা।
সামাজিকভাবে পর্যাপ্ত খেলাধূলার সুযোগ ও সুষ্ঠ সংস্কৃতির চর্চা সুৃযোগ করে দেয়া। তাতেই কিশোররা থার্টি ফাস্ট নাইটকে বাজি ফুটানো,ডিজে আর মাদক নেয়ার মনে করবে না । জীবনের সুন্দর স্বপ্ন দিয়ে গুছিয়ে নিতে পারবে।
কিশেঅর সুষ্ঠ মনন বিকাশে স্কুল শিক্ষকদের ভূমিকাও অপরিসীম। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি নৈতিক,সুষ্ঠ সামাজিক ও সাংস্কৃতিক কাজে শিক্ষার্থীর কাজে উদ্বুদ্ধ করা। শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী তিনপক্ষীয় একটি সম্পর্ক গড়ে তোলা। তাতেই সোনার বাংলা সোনার মানুষ পাবে।
সাথে সাথে কিশোরদের যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তাদের ও আইনের আওতায় আনা উচিত। কিশোরদের হাতে যারা অস্ত্র,মাদক তুলে দিচ্ছে তাদের ও ধরা উচিত।
লেখক : শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন