ডিম ছোড়ার বিশ্বচ্যাম্পিয়নশিপ

কত আজব রকমের খেলার কথা শুনেছেন?‌ যদি কখনও জানতে পারেন, ডিম ছুড়ে মারাটাও একটা খেলা, আর সেটার বিশ্ব চ্যাম্পিয়নশিপও হয়!‌ অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এই খেলা চলে পশ্চিম ইউরোপের কয়েকটি জায়গায়, বিশেষত মধ্য ব্রিটেনে। গুড ফ্রাইডের সময় হয় এই বিশ্বচ্যাম্পিয়নশিপ।

কী ভাবে খেলতে হয় এই আজব খেলা?‌ কমপক্ষে দু’জন প্রতিযোগী লাগে এই খেলাতে। একে অপরকে লক্ষ্য করে ছুঁড়তে হয় ডিম। যার ছোড়া ডিম প্রতিযোগীর গায়ে লাগার পরেও অক্ষত থাকে, তাহলে পয়েন্ট কাটা যায়।

যদি কারও ছোড়া ডিম ফাটে, তাহলে তিনি পয়েন্ট পান। এভাবে নির্দিষ্ট সংখ্যক ডিম ছোড়ার পরে গণনা করা হয়, কার ছোড়া ডিম বেশিরভাগ ক্ষেত্রে ফেটেছে। ২০১১ সালে ২১৩০ জন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। দিনে দিনে সংখ্যাটা আরও বাড়ছে।