কুকুরই যে গ্রামের ভিলেন!

বরিশাল: জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া ও আগরপুর ৭নং ওয়ার্ডে পাগলা কুকুরের কমড়ে গৃহপালিত পশুসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের উদ্ধার করে স্থানয়ি স্বাস্থ্যকমপ্লেক্সে ভ্যাক্সিন দেয়া হচ্ছে বলে জানা গেছে।

কুকুরের কামড়ে আহতরা হচ্ছেন, মাহামুদা আক্তার (৪০) ও তার মেয়ে মীম (১২), পালিত ওই কুকুরের মালিক আলাউদ্দিন তালুকদার (৩৫), শাহিদা বেগম(২৮) তার মেয়ে ছাদিয়া আক্তার(৪), কনা বেগম (৩০), আকাশ (৮) সহ ১০জন।

স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন ও কাইউম হোসেন জানান, কুকুরটি আলাউদ্দিন তালুকদারের পালিত কুকুর ছিল। গত বুধবার রাতে হটাৎ অজ্ঞাত কারনে ক্ষিপ্ত হয়ে প্রভু আলাউদ্দিনকে কামড় দিয়ে সে পালিয়ে যায়।

বৃহস্পাতিবার বিকেলে একটি ছাগলকে কামড়ে ধরলে ছাগল মালিক তা রক্ষা করতে গেলে তাকে কামড়াতে শুরু করে। মাকে রক্ষা করতে গিয়ে মেয়ও রক্ষা পায়নি ওই পাগলা কুকুরের কবল থেকে। এমনি ভাবে কুকুরটির ক্ষিপ্রতা আরো বেড়ে যায়। এলাকায় ছড়িয়ে পরে কুকুর আতঙ্ক।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন, এলাকাবাসী জোট বেঁধে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। বিষয়টি এলাকায় এমন অবস্থার সৃষ্টি করেছে যে, কুকুর দেখলেই মানুষ আতকে উঠে।