কুকুরের উচ্চারিত শব্দের মতো হেঁচকি উঠে এই তরুণীর (ভিডিও)
মাঝে মধ্যেই হেঁচকি উঠা অস্বাভাবিক নয়। কম-বেশি সবার ক্ষেত্রেই এমনটা ঘটে। কিন্তু বছর পর বছর ধরে যদি নিয়মিতভাবে এমনটা ঘটে তাহলে তো আর বিড়ম্বনার শেষ থাকে না। সারা বিশ্বে গুটিকয়েক মানুষের ক্ষেত্রে এটা ঘটেছে, ঘটে চলেছে। তেমনই একজন যুক্তরাষ্ট্রের নাগরিক লিসা গ্রেভস (২৮)।
ক্যালিফোর্নিয়ার লিংকন এলাকার বাসিন্দা লিসা গত নয় বছর ধরে হেঁচকি দিয়ে চলেছেন। ২০০৮ এর জানুয়ারি মাসে সন্তানসম্ভবা হওয়ার পর থেকে শুরু এখনো চলছে। ওই সময় ভেবেছিলেন তার প্রেগন্যান্সির সঙ্গে বিষয়টা জড়িত। বাচ্চা হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটি হয়নি।
২০১২ সালের জুনে দ্বিতীয় সন্তান সোফির জন্ম দেন লিসা। কিন্তু সমস্যার কোনো কূলকিনারা হয়নি। যখন যে যা বলেছেন তাই করেছেন এ রোগ সারাতে। কিন্তু লিসা আর হেঁচকি থেকে মুক্তি পাননি। লিসার বক্তব্য, অচেনা কাউকে দেখলে কুকুর যেমন শব্দ করে তার হেঁচকির শব্দটাও সেরকম!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন