জন্মদিনের পার্টিতেই মরতে হলো খুশবুকে

রাত ১২টায় আয়োজিত ২৯ ডিসেম্বরে নিজের ২৯তম জন্মদিনের পার্টিতে খুশবু বানশালিকে খুব আনন্দিত মনে হচ্ছিল। সবাই তাকে নিয়ে সবাই মজা করছিল। বান্ধবীরা চিৎকার করে বলছিলেন ‘হ্যাপিয়েস্ট বার্থডে খুশবু’। আধ ঘণ্টার মধ্যেই সেই পার্টিতেই মরতে হলো তাকে। পরের দিনের আলো আর দেখা হয়নি তার। ডাক্তাররা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারলে বাঁচানো যেত খুশবুকে।

শুধু খুশবু নয়, অক্সিজেনের অভাবে শ্বাসরোধ হয়ে আরও ১৩ জন মারা গেছেন মুম্বাইয় ‘ওয়ান অ্যাবাভ’ নামের রেস্তোরায় লাগা সেই আগুনে। খুশবুর দেহ শনাক্ত করেন স্বামী।

ভয়াবহ আগুনের মধ্যে গ্রাহকদের সাবধানে বের করে আনার বদলে ম্যানেজার ও কর্মীরা পালিয়ে যান। দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ‘বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন’ (বিএমসি)-কে। ইতিমধ্যেই পাঁচ কর্মীকে সাসপেন্ড করেছে বিএমসি।