কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল চুরি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভাড়া বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেলের মালিক ব্যাংক কর্মকর্তা বাদি হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংক শাখা অফিসের পিছনের তিন তলা ভবনের নিচ তলা থেকে আবু বকর নামের এক ব্যক্তির বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভূরুঙ্গামারী শাখায় অফিসার পদে কর্মরত। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামে।
চুরির শিকার আবু বকর বলেন, রোববার দুপুরে ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা অফিসের পিছনে তিন তলা ভবনের নিচ তলায় আমার বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি রাখা ছিল। সন্ধ্যায় অফিস শেষে বাসায় গিয়ে দেখতে পাই সেখানে মোটরসাইকেলটি নেই।
অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, মোটরসাইকেল চুরি বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন