কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুড়িগ্রামে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ মাঠে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ মহড়ার আয়োজন করে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান, কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম, লিডার শহিদুল ইসলামসহ অন্যান্যরা।
জনসাধারণসহ স্কুলের শিক্ষর্থীদের সচেতনতা বাড়াতে মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করনীয় বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। মহড়ার স্থানীয়দের পাশাপাশি বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দুর্যোগের সময় করনীয় বিষয়ে তাদের ধারণা দেয়া হয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় মানুষজনকে সচেতন করতে গ্রামা লে এ আয়োজন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন