কুড়িগ্রামে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্টেকহোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত
কুড়িগ্রামে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ এবং ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৮ (জানুয়ারি) বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে চাকেন্দা খাঁন পাড়া উচ্চ বিদ্যালয়ের চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোসাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক রেজাউল হকের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর। অন্যন্নদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন এসএসবিসি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটেটর বাবুল চন্দ্র রায়,সাগর ইসলাম ও রাজিয়া সুলতানা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন