কুড়িগ্রামে হাফেজিয়া মাদ্রাসায় প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলো উপজেলা প্রশাসন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/IMG20240125202521-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাফেজিয়া মাদ্রাসায় গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র হিসেবে কম্বল পৌছে দিলো উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ) রাত ৮ টার দিকে উপজেলার সরকারি কলেজ রোডে অবস্থিত আল-হেরা ইসলামী একাডেমির হিফজুল কুরআন বিভাগ পরিদর্শনে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/IMG20240125202243-scaled.jpg)
এসময় প্রতিষ্ঠানে অধ্যয়নরত হিফজুল কুরআন বিভাগের ৩৩ জন শিক্ষার্থীর হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা কুরআন চর্চা করে। এই শীতের রাতে মাদ্রাসার ছোট্ট সোনামনিলরা যাতে শীতে কষ্ট না পায় এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে এসেছি। আসলে আমরা আমাদের দায়বদ্ধতা থেকেই নিজে এসেছি।
এই শীতের রাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন