কুবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
ইমদাদুল হক মিরন, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপনের কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
পরে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি প্রচার করা হয়।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সোনার বাংলা গঠনে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। এক বছরে বিশ্ববিদ্যালয়ের অনেক পরিবর্তন হয়েছে। সবাই প্রত্যেকের কাজ সঠিকভাবে করলে ইতিবাচক পরিবর্তন আসবেই।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সাংস্কৃতিক প্রতিনিধি মো: এনামূল হক, শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন