কুমিল্লার মুরাদনগরে আগুনে পুড়ে যাওয়া নিহতের পরিবারকে অনুদান প্রদান

কুমিল্লার মুরাদনগরে ঘুমের ঘোরে অগ্নিদগ্ধ হয়ে মুজাহিদ (১৬) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার টনকী গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে এবং টনকী হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, ‘খবর পেয়ে আমি ও বাঙ্গরা বাজার থানা ওসি কামরুজ্জামান তালুকদার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এবং জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া নিহতের পরিবারকে পঁচিশ হাজার টাকা প্রদান করেছি।’
শনিবার আনুমানিক রাত ১২টায় বাঙ্গরা বাজার থানাধীন টনকী পশ্চিম পাড়া বড় বাড়িতে ওই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহতের বাবা ইব্রাহিম মিয়া সৌদি আরবে থাকেন। ঘটনার আগের দিন মুজাহিদকে বাসায় রেখে তার মা রফিয়া বেগম বাবার বাড়িতে যায়। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ তাদের ঘরে আগুনের লেলিহান শিখা দেখে এক প্রতিবেশী। তার শোরচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর আগেই ঘরের মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদ ও পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।