কুমিল্লার মুরাদনগরে নৌকার প্রার্থী পরিবর্তন!

কুমিল্লার মুরাদনগরে একটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। শনিবার রাতে দলের মনোনয়ন বোর্ডে প্রকাশিত তালিকায় উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপিতে সাবেক বিএনপি কর্মী নাজমুল হক নাজিমের নাম দেখা যায়। এ নিয়ে রোববার দিনভর এলাকায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়। বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয় সংবাদ।

বিষয়টি নিয়ে দলের হাইকমান্ডের কাছে লিখিত অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন সরকার। দলের নীতিনির্ধারণী ফোরাম বিষয়টি বিবেচনায় নিয়ে খোঁজখবর নেন।

পরে রোববার রাত ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের চিঠি ইস্যু করা হয়।
এতে ওই ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন সরকারকে নৌকার মনোনয়ন দেওয়া হয়।

এর আগে ‘বিএনপি কর্মী পেলেন নৌকার মনোনয়ন’ শিরোনামে সংবাদটি বিভিন্ন অনলাইনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে নৌকার মনোনয়নপ্রপ্ত ইকবাল হোসেন সরকার বলেন, নাজমুল হক নাজিম একসময় বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন। তিনি তার অতীত রাজনীতির তথ্য গোপন করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে নৌকার মনোনয়ন বাগিয়ে নেন।