কুমিল্লার ১১ আসনে ৪৮ জনের মনোনয়নপত্র বাতিল
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ১১টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এই ১১টি আসন থেকে ভোটে লড়তে মোট ১২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন, যাদের মধ্যে ৪৮ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণ দেখিয়ে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এ ছাড়া বিভিন্ন দলীয় মনোনীত প্রার্থীসহ ৭৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ত্রুটি থাকায় স্থগিত করা হয়েছে ১৮ জনের মনোনয়নপত্র।
দুই দিনব্যাপি যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সব তথ্য জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাইম হাসান হলফনামা শতকরা ১% ভোটার তালিকা গড়মিল থাকা তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। ভোটারের এক শতাংশের স্বাক্ষর গড়মিল থাকা, তথ্য ভুল থাকা, মিথ্যা তথ্য দেওয়ায় এ আসনের ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সবুরসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদের হলফনামা সনাক্তকারীর নাম না থাকায় তার মনোনয়নটি বাতিল করা হয়। আরেক স্বতন্ত্র প্রার্থী শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলামসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহাম্মদ মেরীসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিনসহ ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলসহ ১৩ জন বৈধতা পেয়েছেন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেম খান ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনসহ ৫ জনে মনোনয়নপত্র বাতিল করা হয়।
কুমিল্লা-৬ (সদর, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে আ. ক. ম বাহাউদ্দীন বাহার ও আঞ্জুম সুলতানা সীমা, জাপার পাটি এয়ার আহমেদ সেলিমসহ ৫ জনের বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া হলফনামা অসম্পূর্ণ তথ্য দেওয়ায় ০১ মনোনয়ন বাতিল করা হয়েছে।
কুমিল্লা-৭ (চান্দিনা): স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফের মনোনয়নপত্রে তথ্য গোপন ও হলফনামা গরমিল থাকায় তারসহ চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চান্দিনা সংসদ সদস্য প্রাণ গোপালসহ ০৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা-৮ (বরুড়া): আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য নাছিমুল আলম ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনসহ ১১ জন বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া নানা কারণে চারটি মনোনয়নপত্র বাতিল করা হয়।
কুমিল্লা-৯ (লাকসাম – মনোহরগঞ্জ): এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামসহ চারজনের মনোনয়নপত্র ০৬ বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নানা কারণে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই ): অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তফা কামাল, জাতীয় পার্টি প্রার্থী জোনাকি হুমায়ুনের মনোনয়নসহ ০৩ বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি চার প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): সাবেক রেলমন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজানসহ ০৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিমসহ ০৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন