কুমিল্লায় জনবিক্ষোভে পুলিশের গুলি! আহত ১০

কুমিল্লার দেবিদ্বারে একটি স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বুধবার (১৫ মার্চ) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেন তারা।
এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা প্রধান শিক্ষক ও তার জামাতার ব্যবহৃত দুটি মোটর সাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া উত্তেজিত জনতা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ভাঙচুর চালায়।
এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে দেবিদ্বার-বিপাড়া (সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আমিরুল্লা, ওসি কমল কৃষ্ণ ধরসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনি উপস্থিত হয়ে ঘটনার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।
রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে এতে দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।
আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে কুমিল্লা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আরো পুলিশ ও র্যাব সদস্য এসে উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















