কুষ্টিয়ায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের কর্মী-সমর্থকদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন- বিল্লাল (৩২) ও এনামুল (৩৫)।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান কেরামত উল্লাহ ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন