কুড়িগ্রামের কলেজ শিক্ষকের হাত কাটা মামলার প্রধান আসামীসহ ৪ জন গ্রেফতার

কুড়িগ্রামে কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর নৃশংসভাবে হাত কাটা মামলার প্রধান আসামী মো: বাধনসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ২ টার দিকে ঢাকার দক্ষিনখান এলাকার একটি বাসা থেকে আসামী মো: বাধন, মো: রশিদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের তথ্যমতে আরেক আসামী মাজহারুল ইসলাম মনোয়ারকে বুধবার ভোররাতে কুড়িগ্রামের কাঠালবাড়ী থেকে গ্রেফতার করা হয়।

এর আগে মামলার আসামী আল-আমিন আহমেদ শুভকে গ্রেফতার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

তিনি বলেন, আসামীরা ৭/৮বার জায়গা পরিবর্তন করে নিজেদেরকে আত্মগোপন করছিল। বুধবার রাতে এএসপি উৎপল কুমার রায় ও তদন্তকারী অফিসার পবিত্র সরকার তাদেরকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে আসে।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, প্রধান আসামী বাধনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও দ্রæত গ্রেফতার করা সম্ভব হবে।

গত ১৬ মার্চ দুপুরে কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর ডান হাতের কব্জি কেটে নেয়াসহ তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ১৮ মার্চ মিন্টু বাবা আলতাফ হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করে।
মিন্টু বর্তমানে ঢাকার পঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।