কুড়িগ্রামের চরাঞ্চলের ভূমিহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার
কুড়িগ্রামের চরাঞ্চলে বিশেষ ভাবে নির্মিত ঘর পাচ্ছেন ৩শ ৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
শনিবার দুপুরে জেলার উলিপুর উপজেলার বেগমগন্জ ইউনিয়নের চরাঞ্চলে নির্মিত ঘর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো: আব্দুল ওয়াহাব ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, বেগমগন্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
এসব ঘর পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিববর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চরাঞ্চলের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিশেষ পদ্ধতিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। যাতে করে ভাঙ্গনের কবলে পড়লেও ঘরগুলো স্থানান্তর করা যায়। প্রথম ধাপে জেলার চরাঞ্চলে ৩শ ৯২টি নির্মিত হচ্ছে। যার প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৬শ টাকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন