কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীরমুক্তিযোদ্ধাদের কুটুক্তির প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেরায় সদ্য গেজেটভুক্ত বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সচিব বীরপ্রতীক মরহুম বদরুজ্জান মিয়ার বিরুদ্ধে এক শ্রেনীর মানুষ ষড়যন্ত্র, কুটুক্তিসহ অসৌজন্যমূলক আচরন করায় মানববন্ধন ও সমাবেশ করেছেন গেজেটভুক্ত বীরমুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা শহরের তিনকোনা মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশে করেন তারা। এসময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র সলিমুল্যাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, বীরমুক্তিযোদ্ধা শাহাজান আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আহাম্মদ হোসেন পোদ্দার রতনসহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিগণ।
বক্তারা বলেন, অনতিবিলম্বে এসব অসৌজন্যমূলক আচরণ ও ষড়যন্ত্র বন্ধ না হলে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যড়যন্ত্র ও কুটুক্তিকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়া হবে। কোন বীরমুক্তিযোদ্ধার অসম্মান মেনে নেয়া হবে না।
পরে বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণীর মানুষ একত্রে হয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন