কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাদরাসার হাফেজা ছাত্রী এবং দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়।

অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় রোববার (২৫ ডিসেম্বর ) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আস সালিহাত বালিকা মাদরাসা প্রাঙ্গণে শতাধিক লোকের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা আতাউল হক হেলী, আস সালিহাত বালিকা মাদরাসার সভাপতি আবু বক্কর সিদ্দিক বাচ্চু প্রধান, মাদরাসার পরিচালক সহঃ অধ্যাপক সুলতানা আফরুজা আহমেদ, প্রধান শিক্ষক কাজিম উদ্দিন ও সংরক্ষিত নারী সদস্য রেবেকা সুলতানা প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।