কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কাঁচা মরিচের কেজি ৪০ টাকা

সরবরাহ বাড়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কমেছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায় । একদিন আগেও প্রতি কেজি মরিচ ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। এদিকে প্রতিদিনের রান্নার নিত‍্য সঙ্গী ও প্রধান উপকরণের দাম কমায় খুশি নিন্ম আয়ের মানুষজন।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে আটটায় ভূরুঙ্গামারী বাস টার্মিনাল কাঁচা বাজারে গিয়ে দেখা যায় কাঁচা মরিচ বস্তায় ভরে বসে আছেন বিক্রেতা। হাক ছেড়ে ডাকছেন ” লাগবে মরিচ, প্রতি কেজি ৪০ টাকা। ক্রেতারাও সন্তুষ্ট চিত্তে ৪০ টাকা কেজি কাঁচা মরিচ কিনছেন।

ভূরুঙ্গামারী বাস টার্মিনাল কাঁচা বাজারের ক্রেতা আমজাদ হোসেন বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম উর্ধ্বমুখী। এ অবস্থায় মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে। এই মরিচ কিছুদিন আগেও ৬০ টাকা পোয়া দরে কিনতে হয়েছে।

ভূরুঙ্গামারী বাজারের কাঁচা মালের ব্যবসায়ী আলী হোসেন বলেন, গতকয়েকদিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। এতে বাজারে দেশীয় মরিচের সরবরাহ বেড়েছে। এ কারণে দাম কমেছে। এই মরিচ রাজশাহী থেকে কিনে এনেছি। প্রতি কেজি মরিচ পরিবহন খরচসহ ৩৫ টাকা পড়েছে। তাই ৪০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি করছি।

বর্তমানে দেশীয় মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।