কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা মন্ত্রালয়ের অধীনে মাধ্যমিক ও উচচ শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল ডিজএবিল্যাটিজ এর আয়োজনে দিনব্যাপী এই কমর্শালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান।
প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজু মিয়া ও কুড়িগ্রাম সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন চরবারুইটারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোশাররফ হোসেন,তিলাই উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনসহ অটিজম শিশুদের অভিভাবকবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন