কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সম্প্রাসারনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড: মো:এনামুল হক ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (গবেষনা) ড:সৈয়দা নওশীন পর্ণিনী। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী, প্রেজেন্ট কনসালটেন্ট এমদাদুল হক, ভূরুঙ্গামারী স্বাহ্য কমপেক্সর আবাসিক মেডিক্যাল অফিসার(আরএমও) রাজু আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, উপজেলার দশ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগনসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন