কুড়িগ্রামে৭ শত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ
আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কুড়িগ্রাম পৌরসভায় অসহায় মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ অর্থ বিতরন করা হয়েছে। প্রতি পরিবারকে ৫০০টাকা হারে ৭০০ পরিবারের মাঝে ৩ লক্ষ ৫০হাজার টাকা বিতরণ করা হয়েছে। ঈদের পুর্বে পৌরসভার ৭ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে এ ত্রাণ বিতরণ করা হবে।
মঙ্গলবার দিনব্যাপি কুড়িগ্রাম পৌরসভা কার্যালয়ে বিভিন্ন এলাকার গরীব ও অসহায় মানুষদের এ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা তথ্য অফিসের উপপরিচালক নুরন্নবী খন্দকার,পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ, সাংবাদিক রাজু মোস্তাফিজ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন