৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
কুড়িগ্রামে অটোরিকসা চালকদের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/20221220_130016-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে ব্যাটারি চালিত অটোরিকসা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়, প্লেটের নামে হয়রানি বন্ধ ও বিআরটিএ কর্তৃক রোড পারমিটসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে রিক্সা, বাটারি চালিত রিক্সা ভ্যান ইজিচালক সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক খালেকুজ্জামান লিপন, জেলা সমন্বয়ক ফুলবার রহমান, জেলা কমিটির সভাপতি গোলজার রহমান ইজিবাইক সংগ্রাম পরিষদের সহ-সাংগাঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন