কুড়িগ্রামে ওএমএসের চাল কিনতে ভীড়, না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভরা মৌসুমে চালের বাজার উর্ধ্বমুখী হওয়ায় নিম্ন আয়ের মানুষের ভরসা এখন ওএমএসের চাল। ফলে লম্বা হচ্ছে খোলা বাজারে চাল কেনার লাইন।
৫ কেজি চালের আশায় ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আবার চাল না পেয়ে অনেকেই খালি হাতে ফিরছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯টায় ওএমএসের দোকান গুলো খুললেও ক্রেতারা কাকডাকা ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। চোখে পড়ার মতো ছিলো পুরুষ-মহিলাদের পৃথক লম্বা লাইন। চাহিদার চেয়ে ক্রেতাদের ভিড় বেশি ও বরাদ্দ স্বল্পতার কারণে চাল না পেয়ে অনেককেই খালি হাতে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন ডিলাররা।
নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরা ওএমএস এর চাল নিতে লাইনে দাঁড়িয়ে আছেন। এমনকি উপজেলা শহরের পাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ওএমএস এর চাল কিনতে লাইনে ভিড় করছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় সূত্রে জানাগেছে, গত ০১ সেপ্টেম্বর থেকে ভূরুঙ্গামারীতে খোলা বাজারে (ওএমএস) এর চাল বিক্রি শুরু হয়। উপজেলায় হাবিবুর রহমান, চান মিয়া, মোতাহার হোসেন, মাহবুবার রহমান, গোলাম রব্বানী ও রোমিও জাহান কেয়া এই ছয় জন ডিলারের মাধ্যমে রবিবার থেকে বৃহস্পতিবার ৩০ টাকা কেজি দরে দুই টন করে সপ্তাহে ২০ টন চাল বিতরন করা হচ্ছে।
উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের ফেডারেশন পাড়ার রহিমা বেগম(৫০) এর সাথে কথা বললে তিনি জানান, গত রবিবার দেরিতে আসার কারণে চাল পাননি। দোকান থেকে বেশি দামে চাল কিনতে হয়েছে। তাই আজ ভোরে এসে লাইনে দাঁড়িয়ে ৫ কেজি চাল ১৫০ টাকায় কিনেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, তার স্বামী একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি। স্বামীর সামান্য আয়ে ৫ সদস্যদের সংসার চালানো কষ্টকর। তাই ওএমএসের চাল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছি।
ভূরুঙ্গামারী-সোনাহাট সড়কের বাসস্ট্যান্ডে ওএমএস এর ডিলার হাবিবুর রহমান জানান, খাদ্য অধিদপ্তর থেকে প্রতিদিন দুই টন করে চাল দেয়া হয়। অনেক সময় দুপুরের আগেই চাল শেষ হয়ে যায়। বরাদ্দ কম থাকার কারণে চাহিদা পুরোন হচ্ছে না। অনেকেই চাল না পেয়ে ফেরত যাচ্ছেন বলেও জানান তিনি ।
এবিষয়ে জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর অতিরিক্ত দায়িত্ব পালনকারি আব্দুল আহাদের সাথে যোগাযোগ করতে একাধিকবার অফিসে গেলেও উনাকে পাওয়া যায়নি। পরে ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন