কুড়িগ্রামে করোনা সচেতনাতায় প্রচারণা ও মাস্ক বিতরণ

কুড়িগ্রামে করোনা সংক্রমন এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকারের ঘোষিত ১৮ দফা স্বাস্থ্যবিধি মানার জন্য জনসাধারণের মাঝে জনসচেতনতা বাড়াতে নানামূখী পদক্ষেপ গ্রহন করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম ঘোষপাড়ায় নো মাস্ক নো ট্রাভেল ও কুড়িগ্রাম বাজারে নো মাস্ক নো শপিং ক্যাম্পেইন করা হয়।

ক্যাম্পেইন কার্যক্রমে করোনা সতকর্তা রিষয়ে প্রচারণা, লিফলেট বিতরণ, পোস্টারিং ও জনসাধারণকে মাস্ক পড়ানো হয়।

এসময় বাসকাউন্টার ও বাসে প্রচারণামূলক, সচেতনতামূলক পোস্টার ও স্টিকার লাগানো হয়।

এ প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম মোঃ সুজাউদদৌলা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি হাসিবুল হাসান সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

করোনা সচেতনতামূলক এ কার্যক্রমের পাশাপাশি জেলা প্রশাসনের তদারকিমূলক কার্যক্রম চালু থাকবে বলে জানান জেলাপ্রশাসনের কর্তা ব্যাক্তিরা।

এ সময় তারা অযথা ভীড় পরিহার, বারবার হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, বাস ও অটোতে ৫০ শতাংশ সিট ব্যবহার, হোটেলে অর্ধেক আসনে কাস্টমার বসানো এবং মাস্ক পড়ার বিষয়ে নির্দেশনা দেন।